যুক্তরাষ্ট্রে একদিনে করোনা শনাক্ত ২ লাখ ৬৭ হাজার

সময়: 11:02 am - January 3, 2021 | | পঠিত হয়েছে: 5 বার

যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় ২ জানুয়ারি একদিনেই ২ লাখ ৬৭ হাজার মানুষের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা করোনা মহামারী শুরুর পর সর্বোচ্চ। ব্লুমবার্গ এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রে করোনায় মারা গেছে প্রায় ৩ লাখ ৫০ হাজার। যার ভারত ও ব্রাজিলে করোনায় মৃত্যুর সমন্বিত সংখ্যার চেয়েও বেশি।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে আর তিল ধারনের ঠাঁই নেই। চতুর্থ অঙ্গরাজ্য হিসেবে নিউ ইয়র্কেও সংক্রমণ সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে।

এদিকে, ব্রিটেনেও করোনা পরিস্থিতি খারাপ। হাসপাতালগুলো রোগীদের জায়গা দিতে হিমশিম খাচ্ছে। রেকর্ড পরিমাণ করোনা রোগী ধরা পড়ছে দেশটিতে। এদিকে করোনা সংক্রমণ রুখতে গ্রিস লকডাউনের মেয়াদ বাড়িয়েছে। জার্মানিতে ৪৮ ঘণ্টায় করোনা শনাক্তের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর