মিয়ানমারকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

আপডেট: January 3, 2021 |

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য মিয়ানমারকে চিঠি দেওয়া হয়েছে।

রবিবার (৩ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নতুন বছরে মিয়ানমারের স্টেট কাউন্সিল দফতরের মন্ত্রী তিন সোয়েকে একটি চিঠি দেওয়া হয়েছে। ১ জানুয়ারি দেওয়া এ চিঠিতে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছি। ’

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে জাপানও আমাদের সহযোগিতা করবে। মিয়ানমারে জাপানের অনেক বড় বিনিয়োগ রয়েছে। রোহিঙ্গাদের ফেরাতে ভারত এবং চীনও কাজ করছে। তারা সবাই চাইছে এ সংকটের সমাধান হোক। ’

বৈশাখী নিউজজেপা

 

 

Share Now

এই বিভাগের আরও খবর