ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দিল টুইটার

আপডেট: January 7, 2021 |

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ।

মার্কিন পার্লামেন্ট ভবনে (ইউএস ক্যাপিটল) হামলাকারীদের সমর্থন দিয়ে টুইট করায় ১২ ঘণ্টার জন্য তার অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় টুইটার কর্তৃপক্ষ। খবর বিবিসির।

জানা গেছে, ইউএস ক্যাপিটলে সংঘাতের পর একের পর এক টুইট করতে থাকেন ট্রাম্প। টুইটবার্তায় তিনি হামলাকারীদের সমর্থন দিয়ে বলেন, “আমি তোমাদের ভালোবাসি।”
এছাড়াও তিনি বারবার নির্বাচনে জালিয়াতির মিথ্যা অভিযোগ এনে টুইট করতে থাকেন।

ফলে তার অ্যাকাউন্টটি বন্ধ করে টুইটার কর্তৃপক্ষ।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর