অসোফের জয়ে সিনেটেও নিয়ন্ত্রণ ফিরে পেল ডেমোক্রেটরা

আপডেট: January 7, 2021 |

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাল্টে দিতে নানা ফন্দি খুঁজছেন ডোনাল্ড ট্রাম্প। এরমধ্যেই তাকে বড় একটি দুঃসংবাদ দিলেন জন অসোফ। কেউ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জর্জিয়ার দুটি আসনে ফের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। গতকালই একটিতে জিতেছিল ডেমোক্রেটরা। ৩৩ বছর বয়সী জন অসোফের কাঁধে ভর করে বাকি আসনটিতেও জয় পেয়েছে ডেমোক্রেটিক পার্টি। আজ বৃহস্পতিবার সকালে নিউ ইয়র্ক টাইমস জন অসোফের জয়ের খবর প্রকাশ করেছে।

দলের প্রার্থী জন অসোফের এ জয়ে ১০০ আসনের সিনেটে এক দশক পর নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে ডেমোক্রেটরা। সিনেটে ডেমোক্রেট ও রিপাবলিকান- দুই দলেরই এখন আসন সংখ্যা ৫০-৫০। তবে টাই ব্রেকিং ভোট দেওয়ার ক্ষমতা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের হাতে থাকায় সংসদের উচ্চকক্ষ সিনেটে সংখ্যাগরিষ্ঠ মূলত ডেমোক্রেটিকরাই।

এর আগে অনুসন্ধানী সাংবাদিক জন অসোফ প্রামাণ্যচিত্র নির্মাণের সঙ্গেও যুক্ত ছিলেন। ২০১৭ সালে জর্জিয়ার কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে বিশেষ নির্বাচনে সামান্য ব্যবধানে হেরে যান তিনি। সিনেটে কনিষ্ঠতম সদস্য জন অসোফ জর্জিয়া থেকে নির্বাচিত প্রথম ইহুদি সিনেটর।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর