সারা দেশে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

সময়: 3:57 pm - January 7, 2021 | | পঠিত হয়েছে: 4 বার

রাজধানীর ডেমরায় ব্যবসায়ী, কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর স্ত্রী, বগুড়ায় পৃথক দুর্ঘটনায় ২ জন, কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বৃদ্ধা, গাইবান্ধায় শ্রমিক, নওগাঁর নিয়ামতপুর ও গোপালগঞ্জের মুকসুদপুরে ২ শিশু, ভোলার মনপুরায় ব্যবসায়ী, টাঙ্গাইলের ভূঞাপুরে বৃদ্ধ, হবিগঞ্জে শ্রমিক, নাটোরের লালপুরে বাইসাইকেল আরোহী, চট্টগ্রামের বাঁশখালীতে ও শরীয়তপুরে ১ জন করে এবং খাগড়াছড়িতে কলেজছাত্রী নিহত হয়েছে।

ডেমরা (ঢাকা) : ডেমরায় কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত মো. সেলিম (৬২) একজন জমি ব্যবসায়ী। ডেমরা-যাত্রাবাড়ী সড়কের চৌরাস্তায় বুধবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সেলিম ডেমরা বাজার বাওয়ানী উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে।

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) : কুমিল্লা-বুড়িচং-মীরপুর সড়কের ব্রাহ্মণপাড়ার টাটেরায় মঙ্গলবার সন্ধ্যায় দুটি সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত ফরিদা বেগম (৩০) উপজেলার শিদলাই গ্রামের ওমান প্রবাসী সফিকুল ইসলামের স্ত্রী।

বগুড়া : বগুড়ায় মঙ্গলবার রাতে সদরের নুনগোলায় অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে এবং শিবগঞ্জের সিঙ্গেরগাড়ি এলাকায় অটোভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিন ভ্যানযাত্রী। নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার আলীগ্রাম কারিগরপাড়ার সাইফুল ইসলামের ছেলে শাহাদত হোসেন (২৮) ও একই উপজেলার কুড়াহার আয়নাপাড়া গ্রামের অটোভ্যান চালক ফারাজ উদ্দিন (৪৫)।

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) : ভুরুঙ্গামারীতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত বৃদ্ধা সুন্দরী বেওয়া (৬৫) উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের আসাম পাড়া গ্রামের বাসিন্দা। উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের সোনাহাট বাজারে মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

গাইবান্ধা : সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভাটি কাপাসিয়া মোশাররফের তিস্তা ঘাটে মঙ্গলবার সন্ধ্যায় বালুবাহী ট্রাক্টরচাপায় নিহত হেলপার কাজিউল ইসলাম (২০) উপজেলার লালচামার কাজির গ্রামের দসিজল হকের ছেলে।

নিয়ামতপুর (নওগাঁ) : নিয়ামতপুরে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় নিহত শিশু জুনাইদ (৫) উপজেলার রসুলপুর ইউনিয়নের দামপুরা গ্রামের হাসানের ছেলে।

মনপুরা (ভোলা) : মনপুরায় মোটরসাইকেলের ধাক্কায় নিহত নুরুল ইসলাম (৬০) উপজেলা মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ বাজারের মুদি ব্যবসায়ী। উপজেলার রামনেওয়াজ তুলাতলী বাজারে সড়কে মঙ্গলবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ওই ব্যবসায়ীর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে ছুটে যান এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

টেকেরহাট (মাদারীপুর : গোপালগঞ্জের মুকসুদপুরে পিকআপ চাপায় নিহত শিশু বিচিত্রা চক্রবর্তী (৬) দাসেরহাট গ্রামের বলিষ্ঠ চক্রবর্তীর মেয়ে। ঢাকা-খুলনা মহাসড়কের ওই গ্রামে মঙ্গলবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। এতে স্থানীয়রা ১ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে।

ভূঞাপুর (টাঙ্গাইল) : ভূঞাপুরে হাইড্রোলিক ট্রাকের ধাক্কায় নিহত বৃদ্ধের নাম মাহমুদ আলী (৭০)। উপজেলার চর অলোয়া গ্রামে বুধবার সকালে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

হবিগঞ্জ : হবিগঞ্জে ট্রাক্টর উল্টে নিহত রাজু মিয়া (২০) সদর উপজেলার পাইকপাড়া গ্রামের মোছাবির মিয়ার ছেলে। তিনি মাটি কাটার শ্রমিক। সদর উপজেলার বামকান্দি হাওড়ে বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

লালপুর (নাটোর) : লালপুরে ট্রলির সঙ্গে সংঘর্ষে নিহত বাইসাইকেল আরোহী ইলিয়াস (৩০) উপজেলার শেরপাড়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে। উপজেলার আড়বাব ইউনিয়নের সালামপুর বাজার এলাকার সেন্টারপাড়া মোড়ে বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

শরীয়তপুর : শরীয়তপুরে ইটবাহী ট্রলির সঙ্গে সংঘর্ষে নিহত মোটরসাইকেলের আরোহী বিজয় দাস (৪০) নোয়াখালীর বিনোদপুর গ্রামের কান্তিদাসের ছেলে। তিনি শরীয়তপুর টাইলস সিটির ম্যানেজার পদে চাকরি করতেন। পালং উত্তর বাজার অটো স্ট্যান্ডে বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। তার গ্রামের বাড়ি ফরিদপুরে।

বাঁশখালী (চট্টগ্রাম) : বাঁশখালীতে মিনি ট্রাকের সঙ্গে সংঘর্ষে নিহত সিএনজি অটোরিকশার আরোহী মোহাম্মদ জসিম উদ্দীন চৌধুরী (৫২) উপজেলার সরল এলাকার মৃত শফিকুর রহমান চৌধুরীর ছেলে। পিএবি সড়কের পাইরাং হট্টইল তলায় বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

খাগড়াছড়ি : খাগড়াছড়িতে ট্রাক ও সিএনজির সংঘর্ষে নিহত কলেজছাত্রী নুসরাত জাহান মাটিরাঙার ভুইয়াপাড়া হারুনুর রশীদের মেয়ে। আলুটিলার বড় ব্রিজ এলাকায় বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

দশমিনা (পটুয়াখালী) : দশমিনা উপজেলায় বোরাগ-মোটরসাইকেল সংঘর্ষে যুবলীগ নেতাসহ ৫ জন আহত হয়েছে। দশমিনা-রনগোপালদি সড়কের দাসের কান্দা গ্রামের গুদিঘাটায় এ দুর্ঘটনা ঘটে।

বৈশাখী নিউজবিসি

 

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
pinterest sharing button
linkedin sharing button
print sharing button
Share Now

এই বিভাগের আরও খবর