ব্রিসবেন টেস্ট নিয়ে ভারতের স্পষ্ট বার্তা চায় অস্ট্রেলিয়া

আপডেট: January 8, 2021 |

একদিকে যখন সিডনিতে তৃতীয় টেস্ট খেলতে ব্যস্ত ভারত এবং অস্ট্রেলিয়া, তখন বিসিসিআইয়ের কাছে ব্রিসবেনে খেলতে আসা নিয়ে স্পষ্ট বার্তার দাবি জানাল ক্রিকেট অস্ট্রেলিয়া। ভারত অধিনায়ক আজিঙ্কা রাহানেও এই ব্যাপারে স্পষ্ট কোনও কিছু বলেননি।

ব্রিসবেনে খেলতে গেলে জৈব সুরক্ষা বলয়ের নিয়ম আরও কঠিন হবে বলে জানিয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু সেই কঠিন নিয়ম মানতে রাজি নয় ভারত। তাদের দাবি সিডনির মতোই নিয়ম থাকুক ব্রিসবেনে। যা মানতে রাজি নয় আয়োজক দেশ। করোনা সংক্রমণ রুখতে, কঠিন সুরক্ষা বলয় মানতে হবে বলে জানিয়েছে অস্ট্রেলিয়া। রাহানে বলেন, ‌খুব কঠিন, আমাদের দল হিসেবে এর মোকাবিলা করতে হবে। আমরা অভিযোগ করছি না। ব্রিসবেন নিয়ে সিদ্ধান্ত বিসিসিআই এবং দল নেবে।

অস্ট্রেলিয়ায় পৌঁছে ১৪ দিন কোয়ারেন্টিনে ছিল ভারতীয় দল। তারপরে আবার ব্রিসবেনে কোয়ারেন্টিনে থাকতে রাজি নয় রাহানেরা। অস্ট্রেলিয়া সফরের আগে চুক্তি অনুযায়ী একবারই কোয়ারেন্টিনে থাকার কথা ভারতের। সিডনিতে ফের করোনা সংক্রমণ শুরু হওয়ায় পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। এই পরিস্থিতিতে ভারত ব্রিসবেন খেলতে যাবে?‌ নাকি সিডনিতেই চতুর্থ টেস্ট খেলতে চাইছে?‌ গোটা বিষয় ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে স্পষ্টভাবে জানতে চাইছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর