ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল-২০২৪ শুরু

আপডেট: May 21, 2024 |
boishakhinews 87
print news

 

আজ মঙ্গলবার (২১ মে, ২০২৪) ক্যাপ্টেন এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে এই কার্নিভালের শ্যুটিং ইভেন্ট অনুষ্ঠিত হয়। এই ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন এটিএন বাংলার এসএম আশরাফুল আলম। রানার্স-আপ হয়েছেন দৈনিক স্পষ্টবাদীর মজিবুর রহমান এবং তৃতীয় হয়েছেন দৈনিক খবরের কাগজের মাহমুদুন্নবী চঞ্চল।

আগামীকাল বুধবার (২২ মে, ২০২৪) বিএসপিএ কার্যালয়ে ক্যারম ও টুয়েন্টি নাইন ইভেন্টের চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে।

এবার ৭টি ডিসিপ্লিনে মোট ১০টি ইভেন্টে অংশ নিচ্ছেন বিএসপিএ’র শতাধিক সদস্য। ইভেন্টগুলো হলো- ক্যারম একক ও দ্বৈত, টেবিল টেনিস একক ও দ্বৈত, দাবা, শুটিং, আর্চারি, সাঁতার, কলব্রিজ ও টোয়েন্টি নাইন। সবক’টি খেলাই অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও এর সংলগ্ন বিভিন্ন ভেন্যুতে।

প্রতিবারের মতো এবারও স্পোর্টস কার্নিভালের সেরা ক্রীড়াবিদের হাতে তুলে দেয়া হবে আব্দুল মান্নান লাডু ট্রফি ও অর্থ পুরস্কার। ট্রফি ও অর্থ পুরস্কার থাকছে সেরা দুই রানার্সআপের জন্যও। এছাড়া প্রতিটি ইভেন্টের সেরাদের জন্য ক্রেস্ট ও অর্থ পুরস্কার।

Share Now

এই বিভাগের আরও খবর