লাবুশানেকে কটু কথা , অ্যান্ড্রু সাইমন্ডস এবং শেন ওয়ার্নের টুইট করে ক্ষমা প্রার্থনা

আপডেট: January 9, 2021 |

জমে উঠেছে সিডনি টেস্ট। সেইসঙ্গে দুই দলের শিবিরে বেড়েছে উত্তেজনা। বিশ্ব ক্রিকেটের অন্যতম বর্ণময় দুই চরিত্র শেন ওয়ার্ন এবং অ্যান্ড্রু সাইমন্ডস। অজিদের বিশ্বকাপজয়ী এই দুই তারকা মাঠ এবং মাঠের বাইরে সমান জনপ্রিয়। তবে টেস্ট সিরিজে নয়, এবার বিগ ব্যাশের ম্যাচে ধারাভাষ্য দিতে গিয়ে এক কাণ্ড ঘটিয়ে ফেলেছেন ওয়ার্ন-সাইমন্ডস। মার্নাস লাবুশানেকে নিয়ে তারা কটু কথা বলেছেন।

বিগ ব্যাশের ম্যাচে মুখোমুখি হয়েছিল অ্যাডিলেড স্ট্রাইকার্স এবং মেলবোর্ন রেনেগেডস। সেখানে ব্রডকাস্টার কম্পানির হয়ে ধারাভাষ্য দিচ্ছিলেন দুই কিংবদন্তি। লাবুশানের ব্যাটিং স্ট্যান্সটি একটু ভিন্নধরনের। আর তা নিয়েই দুই কিংবদন্তি অন এয়ার বিদ্রূপ করে যাচ্ছিলেন। কমেন্ট্রি বক্সে ওয়ার্ন বলতে শুরু করেন ‘মার্নাসকে বলটা করতে দাও। প্রত্যুত্তর দেন সাইমন্ডস ‘এবার ওর ‘অ্যাড’ (অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার) সম্বন্ধে কিছু কর, … পিলস।’

ওয়ার্ন ফের লাবুশেনের ব্যাটিং স্টাইলকে বিদ্রূপ করে বলেন, ‘হায় সৃষ্টিকর্তা, ব্যাপারটা খুব বিরক্তিকর। ঠিক করে ব্যাটিংটা কর।’ এরপর সাইমন্ডস যে অপমানজনক মন্তব্যটি করেন, সেই ভাষা লেখার অযোগ্য। এই ঘটনায় তীব্র সমালোচনা শুরু হতেই কায়ো স্পোর্টস টুইট করে নিঃশর্ত ক্ষমা চায়। তারা বলেছে, ‘স্ট্রিমিং হঠাৎ করে আগে শুরু হয়ে যাওয়ার কারণেই এই সমস্যা হয়েছে। আমরা এজন্য আন্তরিকভাবে দুঃখিত এবং নিঃশর্ত ক্ষমা চাইছি।’

বৈশাখী নিউজইডি

Share Now

এই বিভাগের আরও খবর