ইন্দোনেশিয়ার বিমানটি সাগরে আছড়ে পড়ার পর সম্ভবত ভেঙে যায়

আপডেট: January 12, 2021 |

জাভা সাগরে বিধ্বস্ত ইন্দোনেশিয়ার শ্রীজয়া এয়ার বোয়িং ৭৩৭ যাত্রীবাহী বিমানটির অনুসন্ধানের কাজ চলছে। বিমানের সন্ধান না মিললেও সাগরের এখানে-সেখানে ভেসে উঠছে দেহাবশেষ, জামাকাপড় ও লাইফ জ্যাকেটসহ নানা জিনিসপত্র। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বিমানের কোনো আরোহীর জীবিত থাকার সম্ভাবনা একেবারেই ক্ষীণ।

সাগর থেকে যেসব ধ্বংসাবশেষ পাওয়া গেছে, সেগুলোর ওপর ভিত্তি করে তদন্তকারীরা মনে করছেন- বিধ্বস্ত বিমানটি সম্ভবত সাগরে আছড়ে পড়ার পর ভেঙে যায়।

ইন্দোনেশিয়ার জাতীয় পরিবহন নিরাপত্তা কমিটির একজন তদন্তকারী নুরকায়হো উতোমো ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, বিমানটি সাগরে আছড়ে পড়ে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর