বাগেরহাট কারাগারে শীতকালীন পিঠা উৎসব

আপডেট: January 12, 2021 |
print news

বাগেরহাট কারাগারে বন্দিদের ভাপা পিঠা খাইয়েছে কারা কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী বন্দিদের হাতে ভাপা পিঠা তুলে দেন কারা কর্মকর্তরা।

কারাগারে থাকা ৬৪৪ বন্দি ও অর্ধশত কারারক্ষীদের মাঝে এই ভাপা পিঠা বিলি করেন বাগেরহাট কারাগারের জেল সুপার এএসএম কামরুল হুদা ও জেলার একেএএম মাসুম।

কারারক্ষী ইনজামামুল হক বলেন, ‘বন্দিদের জন্য ভাপা পিঠা খাওয়ার এতবড় আয়োজন আগে কখনও দেখিনি। বন্দিদের পাশাপাশি আমরাও ভাপা পিঠা খেয়ে খুশি। বন্দিদের সঙ্গে আমরা কারারক্ষীরা এই ভাপা পিঠা আয়োজনের মাধ্যমে একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিয়েছি। শীতকালীন পিঠা উৎসবের দিনটি ছিল অন্যরকম।’

বাগেরহাট কারাগারের জেল সুপার এএসএম কামরুল হুদা বলেন, ‘করোনাকালীন বন্দিরা শীতকালীন পিঠা থেকে বঞ্চিত। তাই বন্দিদের আবেদনের প্রেক্ষিতে আমরা স্থানীয়ভাবে চার জন পিঠা তৈরির কারিগর এনে দিনব্যাপী পিঠা তৈরি ব্যবস্থা করি।’

বৈশাখী নিউজবিসি

Share Now

এই বিভাগের আরও খবর