সোমবার থেকে দিল্লির স্কুল খুলে দেয়া হবে

সময়: 6:33 pm - January 13, 2021 | | পঠিত হয়েছে: 4 বার

ভারতের দিল্লিতে আগামী সোমবার থেকে দশম ও দ্বাদশ শ্রেণির জন্য খুলে দেয়া হবে স্কুল।

বুধবার দিল্লির শিক্ষামন্ত্রী সরকার এক বিবৃতিতে জানান, ৪ঠা মে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বিবৃতিতে আরও বলা হয়েছে, শিক্ষার্থীদের অভিবাবক অনুমতি দিলে তবে তারা স্কুলে আসতে পারবে। স্কুলগুলোর ব্যবহারিক ও বোর্ড পরীক্ষা সংক্রান্ত তথ্যের জন্য স্কুলে যেতে পারবে শিক্ষার্থীরা। তবে স্কুলে সশরীরে উপস্থিতি বাধ্যতামূলক নয়।

দিল্লির সরকার বলছে, স্কুলে যে শিক্ষার্থীরা আসবে তাদের রেকর্ড সংরক্ষণ করবে কর্তৃপক্ষ। তবে তাদের উপস্থিতি বাধ্যতামূলক হবে না। বিশেষ করে বোর্ড পরীক্ষার দৃষ্টিকোণ থেকে তাদের এই উপস্থিতি জরুরি নয়। স্কুল পুনরায় খোলার অনুমতি দেয়ায় কর্তৃপক্ষকে করোনাভাইরাস মহামারি মোকাবিলায় সামাজিক দূরত্ব, বাধ্যতামূলক মাস্ক পরিধান, স্যানিটাইজার ব্যবহারসহ অন্যান্য বিধি-নিষেধ মেনে চলতে হবে।

আগামী চার মে থেকে দশম এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত সময়সূচি প্রকাশ করা হয়নি।

Share Now

এই বিভাগের আরও খবর