কামরাঙ্গীরচরে বিআইডব্লিউটিএ’র উচ্ছেদ অভিযান চলছে

সময়: 5:12 pm - January 19, 2021 | | পঠিত হয়েছে: 4 বার

ঢাকার চারপাশের নদী তীর রক্ষার অভিযানে আজ দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে রাজধানীর কামরাঙ্গীরচরে।

আজ মঙ্গলবার সকালে বিআইডব্লিউটিএ’র উচ্ছেদকারী দল একে একে অবৈধ বহুতল ভবনগুলো গুঁড়িয়ে দেয়।

এদিন উচ্ছেদের শুরুতে বুড়িগঙ্গা তীরের জায়গায় থাকা একটি পাঁচ তলা ভবনের ১০ ফুট গুঁড়িয়ে দেয়া হয়। এরপর উচ্ছেদ করা হয় তীর দখল করা ২৫ থেকে ৩০ টি পাকা স্থাপনা। সিএস-আরএস অনুযায়ী জরীপ করে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ এলাকায় নদীর পুরাতন ১৬ টি সীমানা পিলারের নকশায় ভুল রয়েছে জানিয়ে সংস্হাটি বলছে, এসব পিলার থেকে গড়ে ৪০/৫০ ফুট জনপদের দিকের জায়গা দখল করা। এসব স্থাপনাই গুঁড়িয়ে দেয়া হচ্ছে।

বিআইডব্লিউটিএ বলছে, উচ্ছেদ শেষে এখানে প্রকল্পের কাজ শুরু হবে। কাউকেই অন্যায় ভাবে উচ্ছেদ করা হচ্ছে না। কোন দখলদারকেই ছাড় দেয়া হবে না বলেও জানায় কর্তৃপক্ষ।

বিআইডাব্লিউটএ’র যুগ্ম পরিচালক গুলজার আলী বলেন, এরকম উচ্ছেদ অভিযান অতীতেও হয়েছে। একটি যৌথ জরীপের ওপর ভিত্তি করে নতুন এলাইনমেন্ট দেয়া হয়েছে, সে অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর