মালদ্বীপে ভারতের করোনা ভ্যাকসিন প্রয়োগ আজ

আপডেট: January 20, 2021 |

মালদ্বীপ পৌঁছেছে ভারতের তৈরি করোনার ভ্যাকসিন ‘কোভিশিল্ড’। মঙ্গলবার (১৯ জানুয়ারি) এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে মালদ্বীপের মালে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় এই ভ্যাকসিন।

মালদ্বীপই প্রথম দেশ যারা ভারতে উৎপাদিত করোনার ভ্যাকসিন গ্রহণ করেছে। বুধবার (২০ জানুয়ারি) থেকে শুরু হবে এ ভ্যাকসিনের প্রয়োগ। সেখানে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ প্রথম শ্রেণীর কোভিড-১৯ যোদ্ধাদের আগে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার মিলিত গবেষণায় এ ভ্যাকসিন তৈরি হয়েছে। যা ভারতে উৎপাদন করছে পুনের সিরাম ইনস্টিটিউট। ইতোমধ্যেই এ ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে মালদ্বীপ সরকারও।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর