সাকিবের প্রসংশা করলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন মোহাম্মদ

সময়: 3:19 pm - January 21, 2021 | | পঠিত হয়েছে: 2 বার

প্রায় ১৫ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে ম্যাচসেরা হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার স্পিন-বিষে নীল হয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ শেষে তাই সাকিবের প্রসংশা করলেন প্রতিপক্ষ অধিনায়কও। জেসন মোহাম্মদ মনে করেন, মিরপুরে প্রথম ওয়ানডেতে সাকিবই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছিলেন।

জেসন মোহাম্মদ বলেন, “সাকিবের বিপক্ষে রান করা কঠিন ছিল। গুরুত্বপূর্ণ কিছু উইকেট শিকার করেছে সে। বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব বর্তমান সময়ের অন্যতম সেরা স্পিনারও।”

তিনি আরো বলেন, “আমরা ৩ পেসার ও ২ স্পিনার নিয়ে ভারসাম্যপূর্ণ দল গঠন করেছিলাম। বোলিংয়ে ভালোই করেছি। আশা করি পরের ম্যাচে ব্যাট হাতেও ভালো করব।”

প্রসঙ্গত, বুধবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে জয় লাভ করে সিরিজে ১-০ এগিয়ে গেছে টাইগাররা। বল হাতে ৭ দশমিক ২ ওভারে মাত্র ৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন সাকিব, ব্যাট হাতেও করেছেন ১৯ রান। অলরাউন্ডার নৈপুণ্য প্রদর্শনের জন্য তার হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার। দুদলের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে আগামী শুক্রবার একই মাঠে অনুষ্ঠিত হবে।

বৈশাখী নিউজফাজা

Share Now

এই বিভাগের আরও খবর