টস হেরেও ফিল্ডিংয়ে বাংলাদেশ

আপডেট: January 22, 2021 |

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরেও আগে বোলিং পেয়েছে বাংলাদেশ।

প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ধুঁকতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। এবার টস জিতেও আগে ব্যাটিংয়ের চ্যালেঞ্জ নিলেন অধিনায়ক জেসন মোহাম্মেদ। বাংলাদেশ করবে ফিল্ডিং।

প্রথম ম্যাচ সহজে জিতলেও দাপুটে পারফরম্যান্স করতে পারেনি বাংলাদেশ। মাত্র ১২২ রানের পুঁজি নিয়ে সফরকারীরা দারুণ লড়াই করেছিল। শেষ পর্যন্ত ৬ উইকেটে জিতে সিরিজ শুরু করে তামিম ইকবালের দল।
গত বুধবার মিরপুরের সবুজ গালিচায় আন্তর্জাতিক ক্রিকেট ফেরার দিনে বাংলাদেশের উৎসবের উপলক্ষ এনে দিতে গুরুত্বপূর্ণ অবদান ছিল সাকিব আল হাসানের। মাত্র ৮ রান দিয়ে নেন ৪ উইকেট। ব্যাট হাতে অবশ্য নিজেকে মেলে ধরতে পারেননি বাঁহাতি অলরাউন্ডার, করেন ১৯ রান। তবে তামিম ছিলেন উজ্জ্বল, যদিও হাফসেঞ্চুরি থেকে ৬ রান দূরে থাকতে আক্ষেপ নিয়ে ফিরে গেছেন অধিনায়ক।

আরেক অভিষিক্ত ক্রিকেটার হাসান মাহমুদ জোড়া আঘাত করে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেছিলেন। শেষ পর্যন্ত তিনি পান তিন উইকেট।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর