২০২১ সালের এসএসসি পরীক্ষা জুনে নেয়ার পরিকল্পনা সরকারের

আপডেট: January 29, 2021 |

করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে ২০২১ সালের এসএসসি পরীক্ষা জুনে এবং এইচএসসি পরীক্ষা জুলাই-আগস্টে নেয়ার পরিকল্পনা করছে সরকার।

মঙ্গলবার শিক্ষামন্ত্রী দীপু মনি এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ১৫ জানুয়ারি মধ্যে এসএসসির সিলেবাস ঘোষণা করা হবে। ফেব্রুয়ারি মাস থেকে শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু  হবে। তবে করোনা পরিস্থিতি অনুকূলে থাকলেই পরীক্ষা নেয়া হবে।

শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, এসএসসি পরীক্ষার্থীদের ফেব্রুয়ারি থেকে এপ্রিল এবং এইচএসসি পরীক্ষার্থীদের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত ক্লাস করানোর চেষ্টা করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহাবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব আমিনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক গোলাম ফারুক চৌধুরী, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নারায়ন চন্দ্র সাহা এবং বিভিন্ন শিক্ষা বোর্ড চেয়ারম্যান।

বৈশাখী নিউজইডি

Share Now

এই বিভাগের আরও খবর