সামরিক অভ্যুত্থানের আশঙ্কা উড়িয়ে দিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনী

আপডেট: January 30, 2021 |

সামরিক অভ্যুত্থানের আশঙ্কা উড়িয়ে দিয়ে সংবিধান ও আইন অনুযায়ী কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনী।

সংবিধান বিলুপ্তি নিয়ে তাদের কমান্ডার ইন চিফের সাম্প্রতিক বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলে শনিবার এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী জানিয়েছে।

মিয়ানমারে নভেম্বর মাসের নির্বাচনে এনএলডি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। তারপর থেকে সামরিক বাহিনী নির্বাচনে অনিয়মের অভিযোগ করে আসছে।

বৃহস্পতিবার সেনাপ্রধান জেনারেল মিং অং হ্লাং বলেন, ‘২০০৮ সালের সংবিধান হচ্ছে সব আইনের মা।’

একে সবার সম্মান দেখানো উচিত। তবে প্রয়োজন হলে এই সংবিধান বাতিল করা হতে পারে।
তারপর থেকেই অভ্যুত্থানের গুঞ্জন শুরু হয়। সামরিক বাহিনী সমর্থিত মায়াবতি পত্রিকায়ও সে সুর দেখা যায়।

মিয়ানমারে সেনাবাহিনী স্থানীয়ভাবে ‘টাটমাডো’ নামে পরিচিত।

শনিবারের ওই বিবৃতিতে বলা হয়, টাটমাডো ২০০৮ সালের সংবিধানের সুরক্ষা দিয়ে আসছে; বাহিনীটি আইন অনুযায়ীই কাজ করবে। কিছু সংস্থা ও গণমাধ্যম তারা যা চায়, তাই ধরে নিয়েছে এবং লিখছে, তাতমাদাও সংবিধান বিলুপ্ত করবে।

দীর্ঘ সেনা শাসনের পর ২০১৫ সালে অং সান সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ক্ষমতায় আসে। অবশ্য স্বরাষ্ট্র, প্রতিরক্ষা ও সীমান্তের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সামরিক বাহিনীর জন্য সংরক্ষিত।

এছাড়া পার্লামেন্টের ২৫ শতাংশ আসনও তাদের। গণতন্ত্রে উত্তরণের আগে সংবিধান সংশোধন করে ক্ষমতা নিজেদের কবজায় রাখে টাটমাডো নামে পরিচিত মিয়ানমার আর্মি।

বৈশাখী নিউজইডি

Share Now

এই বিভাগের আরও খবর