৩১ মার্চের মধ্যে পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনা নিজ উদ্যোগে করার নির্দেশ

আপডেট: January 31, 2021 |

৩১ মার্চের মধ্যে বাসাবাড়ি, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনার পয়ঃনিষ্কাশন সংযোগ স্টর্ম ওয়াটার ড্রেন, খাল ও অন্যান্য জলাশয় থেকে বিচ্ছিন্ন করে পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনা নিজ উদ্যোগে করার নির্দেশ দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)।

রোববার (৩১ জানুয়রি) ডিএনসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন জানান, স্টর্ম ওয়াটার ড্রেন, খাল, লেক ও অন্যান্য জলাশয়ে পয়ঃনিষ্কাশন সংযোগ দেওয়া আইন অনুযায়ী নিষিদ্ধ।  সুষ্ঠু পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনার লক্ষ্যে বিভিন্ন বাসাবাড়ি, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনায় সরকারি বিধি অনুযায়ী সেপটিক ট্যাংক ও সোকওয়েল স্থাপন করার বিধান রয়েছে। এ সত্ত্বেও অনেক বাসাবাড়ি ও স্থাপনার পয়ঃনিষ্কাশন লাইন সরাসরি ডিএনসিসির বিভিন্ন স্টর্ম ওয়াটার ড্রেন, খাল, লেক ও জলাশয়ে সংযোগ দেয়া হয়েছে। যা পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ এবং স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

তাই ৩১ মার্চের মধ্যে পয়ঃনিষ্কাশন সংযোগ নিজ উদ্যোগে বিচ্ছিন্ন করে সেপটিক ট্যাংক ও সোকওয়েল স্থাপনের অনুরোধ করা হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বৈশাখী নিউজবিসি

Share Now

এই বিভাগের আরও খবর