কালুরঘাট ফেরির বেইলি ব্রিজে কলেজ শিক্ষার্থীর মর্মা*ন্তিক মৃ*ত্যু

আপডেট: April 29, 2024 |
inbound2608148050779248083
print news

মোহাম্মদ রেজাউল করিম,চট্টগ্রাম প্রতিনিধিঃ কালুরঘাট ফেরির বেইলি ব্রিজে টেম্পো চাপা পড়ে ফাতেমা তুজ জোহরা (১৮) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।

সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০ টার দিকে পূর্ব কালুরঘাট ফেরিঘাটে এ ঘটনা ঘটে।

নিহত ফাতেমা বোয়ালখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কধুরখীল হানিফার বাড়ির মো. হাসানের মেয়ে বলে জানা যায়। সে চাঁন্দগাও থানাধীন হাজেরা তুজ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীদের একজন মো. এনামুল হক বলেন, নদীর পশ্চিম প্রান্ত থেকে ছেড়ে আসা ফেরি থেকে পাড়ে উঠার সময় বেইলি ব্রিজে একটি সিএনজি চালিত টেম্পো নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত পেছনের দিকে নেমে আসে, এসময় ফেরিতে উঠার জন্য কলেজ শিক্ষার্থী বেইলি ব্রিজ পার হচ্ছিল।

টেম্পোটি বেইলি ব্রিজের রেলিংয়ের সাথে সজোরে ধাক্কা দিলে শিক্ষার্থী টেম্পোর নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই সে মারা যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় সেন জানান, শিক্ষার্থী ফাতেমা তুজ জোহরাকে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন বলেন, ঘটনার সাথে সম্পৃক্ত টেম্পোটি  জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর