ডেনমার্কে রাতভর লকডাউন বিরোধী মশাল মিছিল

আপডেট: February 1, 2021 |

ডেনমার্ক সরকারের আরোপ করা করোনা বিধিনিষেধের নিন্দা জানিয়ে কয়েক হাজার লকডাউনবিরোধী মানুষ রাস্তায় মশাল মিছিল করেছেন। গতকাল শনিবার ম্যান ইন ব্ল্যাক নামের একটি সংগঠনের ডাকে রাতভর দেশটির দ্বিতীয় বৃহত্তর শহর আহারুসে বিক্ষোভ মশাল মিছিল চলে।

মশালের পাশাপাশি মোবাইল ফোনের টর্চ জ্বালিয়ে মিছিলে অংশ নেয়া ব্যক্তিরা সমাবেশ করেন। তাদের কেউ কেউ নিজেদের হাতে থাকা মশাল বিক্ষোভ পর্যবেক্ষণে নিয়োজিত পুলিশকে লক্ষ করে ছুড়ে মারে। বিক্ষোভ থেকে একজনকে গ্রেফতার করা হয়।

কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হয়। সমাবেশে বেশ কয়েকটি সংগঠন তাদের ব্যানার নিয়ে অংশ নেয়। সেখানে করোনা টিকা এবং সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের সমালোচনায় বার্তা লেখা হয়। সম্প্রতি করোনা সংক্রমণরোধে বিধিনিষেধ কঠোর করে ডেনমার্ক।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর