যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে চালু হলো পাসপোর্ট-ট্র্যাকিং সিস্টেম

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে চালু করা হলো পাসপোর্ট-ট্র্যাকিং সিস্টেম। এর ফলে ভিসা, ‘নো ভিসা রিকোয়ার্ড’ সিল ও দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত আবেদনপত্রের সবশেষ অবস্থা জানা যাবে।

চলতি বছর মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে কনস্যুলার সেবা উন্নত করা হয়েছে। প্রবাসীদের সুবিধার্থে এ ‘অন লাইন ট্র্যাকিং’ পদ্ধতি চালু করেছে।  দূতাবাস সূত্রে এ তথ‌্য জানা গেছে।

স্থানীয় সময় শুক্রবার (৫ ফেব্রুয়ারি) প্রবাসী এবং সেবাপ্রার্থীদের জন্য বিশেষ এই সুবিধা তথা ‘অন লাইন ট্র্যাকিং’ পদ্ধতি উদ্বোধন করেন ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম।

রাষ্ট্রদূত বলেন, এই পদ্ধতি চালুর ফলে কনস্যুলার সেবা আরও সহজ হবে।

এই ট্র্যাকিং পদ্ধতির মাধ্যমে আবেদনকারী তার আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন। এজন্য আবেদনকারীকে তাদের কম্পিউটার অথবা মোবাইল ফোনে এই লিংক (http://bdembassyusatracking.org) অনুসরণ করতে হবে। এছাড়া, এই পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে ই-মেইলের মাধ্যমে আবেদনকারীকে তাদের আবেদন প্রসেসিংয়ের অগ্রগতি জানানো হবে।