উহানের গবেষণাগার থেকে ভাইরাস ছড়ানোর তত্ত্বের কোনো ভিত্তি নেই

আপডেট: February 9, 2021 |

করোনাভাইরাসের উৎস খুঁজে পায়নি চীনে তদন্ত করতে যাওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত দল। তবে মঙ্গলবার সংবাদ সম্মেলনে দলটি জানিয়েছে, উহানের গবেষণাগার থেকে ভাইরাস ছড়ানোর যে তত্ত্ব হাজির করা হয়েছিল, তার কোনো ভিত্তি নেই এবং এটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বানানো গল্প।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে করোনার মহামারি শুরু হয়। এরপর এটি ছড়িয়ে পড়ে সারাবিশ্বে। এই ভাইরাসে এ পর্যন্ত দুই কোটি ৩০ লাখের বেশি মানুষ মারা গেছে। বিশেষজ্ঞদের ধারণা ভাইরাসের উৎস বাদুর এবং এই বাদুর থেকে অন্য প্রাণির মাধ্যমে এটি মানুষে সংক্রমিত হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিদেশি বিশেষজ্ঞ পিটার বেন এমবারেক জানিয়েছেন, প্রাণি থেকে সংক্রমণের পথ চিহ্নিতকরণের কাজ এখনও ‘প্রক্রিয়ার মধ্যে’ রয়েছে। উহানে বাদুরের অনুপস্থিতি সরাসরি সংক্রমণ সম্ভাবনাকে হ্রাস করছে।

তিনি জানান, এটি সম্ভবত একটি মধ্যবর্তী প্রজাতির মাধ্যমে এসেছিল। উহানের ভাইরাস গবেষণা কেন্দ্র থেকে মহামারি ছড়ানোর দাবিকে প্রত্যাখ্যান করেছেন এমবারেক।

তিনি বলেছেন, ‘গবেষণাগারে তত্ত্বটি একেবারেই অসম্ভব। এই তত্ত্বের ওপর ভিত্তি করে আমরা ভবিষ্যৎ গবেষণার পরামর্শ দেব না।’

বৈশাখী নিউজইডি

Share Now

এই বিভাগের আরও খবর