তাজিকিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারতও

আপডেট: February 13, 2021 |

তাজিকিস্তানে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৩। এ ভূমিকম্পের প্রভাবে কেঁপে উঠেছে ভারতের দিল্লিও। শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে দেশটির উত্তরাঞ্চলেও।

এনডিটিভির খবরে বলা হয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাত ১০টা ৩৪ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বলেছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তাজিকিস্তানে।

এর আগে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির বরাতে এনডিটিভি জানায়, ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরে ৬ দশমিক ১ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে।

ভূমিকম্পের প্রভাবে দিল্লি ও আশপাশের এলাকায়ও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। বেশ কয়েক সেকেন্ড স্থায়ী ছিল এই কম্পন। এতে অনেকেই আতঙ্কে ঘর ছেড়ে সড়কে বেরিয়ে আসেন।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এক টুইটে বলেন, ‘দিল্লিতে ভূকম্পন অনুভূত হয়েছে। সবার নিরাপত্তার জন্য প্রার্থনা করছি।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর