পাকিস্তানে চীনের ক্যানসিনো ভ্যাকসিন প্রয়োগের অনুমতি

সময়: 10:03 am - February 13, 2021 | | পঠিত হয়েছে: 2 বার

পাকিস্তানে চতুর্থ ভ্যাকসিন হিসেবে মানব দেহে প্রয়োগের অনুমতি পেল চীনা কোম্পানি ক্যানসিনো বায়োর উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফয়সাল সুলতান জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য এই ভ্যাকসিন ব্যবহারের ঘোষণা দেন।

এর আগে চীনের সিনোফার্ম, অ্যাস্ট্রাজেনেকা ও রাশিয়ার স্পুটনিক ভ্যাকসিন প্রয়োগের অনুমতি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে মেক্সিকোর পর পাকিস্তানে অনুমোদন পেলো ক্যানসিনোর ভ্যাকসিন।

স্বাস্থ্যমন্ত্রী ফয়সাল সুলতান জানান, মেক্সিকো ৮০ লাখ ডোজ কিনতে ক্যানসিনোর চুক্তি হয়েছে। পাকিস্তান এক কোটির মতো ডোজ পেতে পারে।

সংস্থাটির দাবি তাদের ভ্যাকসিন করোনা প্রতিরোধে ৬৫.৭ শতাংশ কার্যকর। তবে গুরুতর সংক্রমণ ঠেকাতে এটি ৯০ দশমিক ৯৮ শতাংশ কার্যকর। সূত্র: রয়টার্স।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর