ওয়াশিংটনে বাংলাদেশে -যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

আপডেট: February 24, 2021 |

 

সিনেট ফরেন রিলেশনস কমিটির চেয়ারম্যান বব মেনেন্দেজসহ আরো কয়েকজন সিনেটরের সঙ্গে আলোচনা করতে ওয়াশিংটনে রয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী একে আব্দুল মোমেন। সেখানে পৌঁছানোর পর টেলিফোনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে কথা বলেন তিনি। গত মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন মুখপাত্র নেড প্রাইস।

তিনি জানান, দুই নেতা মিয়ানমার, রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান এবং শ্রমাধিকার ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। এছাড়া তারা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক, সন্ত্রাস বিরোধী কার্যক্রম এবং প্রতিরক্ষা সহযোগিতা আরো গাঢ় করার উপায় নিয়েও কথা বলেছেন। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের মতো অভিন্ন চ্যালেঞ্জ একত্রে মোকাবিলার জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।

দক্ষিণ এশিয়া এবং বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চলের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য ঘনিষ্ঠ সহযোগিতার প্রত্যয়ও ব্যক্ত করেছেন দুই পরারষ্ট্র মন্ত্রী। এছাড়া বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রী মোমেনকে অভিনন্দন জানান ব্লিনকেন।

 

বৈশাখী নিউজএপি

Share Now

এই বিভাগের আরও খবর