মৌলভীবাজারে পতাকা মিছিল অনুষ্ঠিত

সময়: 6:38 pm - March 1, 2021 | | পঠিত হয়েছে: 1 বার
দেশের স্থিতিশীলতা, গণতন্ত্র ও স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখতে জাতীয় জাগরণ গড়ে তোলার দাবী জানায় সম্মিলিত সামাজিক আন্দোলন।
সোমবার (১ মার্চ) সকালে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এ দাবিতে পতাকা মিছিল ও সমাবেশ করেন মৌলভীবাজার শাখার নেতৃবৃন্দ।
এসময় তারা ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগের বলিদানের ও ২ লক্ষ মা,বোনের সম্ভ্রমহানী করে মানবতা বিরোধী অপরাধের দায়ে পাকিস্তানের ক্ষমা চাওয়া আহ্বান জানান। একইসাথে ধর্মান্ধ রাজনীতি নিষিদ্ধ, সস্ত্রাসবাদ, দুর্নীতিবাজ, অর্থ পাচার, নারী-শিশু ও সংখ্যালঘু,আদিবাসী নিপীড়ন বন্ধ, সর্বস্তরে জবাবদিহিতা নিশ্চিত করার দাবী জানান সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার জেলা সভাপতি বকসি ইকবাল আহমদ।
এসময় বক্তব্য রাখেন,জেলা পরিষদের সদস্য সৈয়দা জেরিন আক্তার, অধ্যক্ষ মোঃ ইকবাল,প্রেসক্লাবের সহ-সভাপতি এড. নুরুল ইসলাম শেফুল,জাতীয় পার্টির সাবেক সভাপতি সৈয়দ শাহাবুদ্দিন,সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী,সম্মিলিত সামাজিক আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক এড.কিশোরীপদ দেব শ্যামল, নাট্যকার রুহেল আহমদ, সাংবাদিক সৈয়দ মহসীন পারভেজ, সাংবাদিক ফেরদৌস আহমদ, সাংবাদিক এম এ হামিদ।
সমাবেশ শেষে একটি পতাকা মিছিল মৌলভীবাজারের বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গনে এসে শেষ হয়।
Share Now

এই বিভাগের আরও খবর