ভারতে অনুষ্ঠিতব্য রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে আফতাবের পরিবর্তে নাজিমউদ্দিন

আপডেট: March 2, 2021 |

ভারতে অনুষ্ঠিতব্য রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে খেলতে যাওয়ার আগে কথা ছিল জাতীয় দলের সাবেক তারকা ব্যাটসম্যান আফতাব আহমেদের। কিন্তু সফরে যাওয়ার ঠিক আগে করোনা টেস্টে পজিটিভ হওয়ায় যেতে পারেননি তিনি।

করোনা আক্রান্ত আফতাব আহমেদের পরিবর্তে লিজেন্ড ক্রিকেটারদের এ টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক ওপেনার নাজিমউদ্দিন।

জাতীয় দলের হয়ে ৮৫ ওয়ানডে, ১৬টি টেস্ট আর ১১টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে ১৬টি ফিফটির সাহায্যে ২ হাজার ৭৬৪ রান সংগ্রহ করা আফতাব জানান, ২৫ ফেব্রুয়ারি সবার সঙ্গে করোনা পরীক্ষা করাই। সেখানে আমার ফলাফল পজিটিভ আসে। এখন বাসাতেই কোয়ারেন্টিনে আছি।

করোনায় আক্রান্ত আফতাবকে রেখেই ভারত সফরে গেছে বাংলাদেশ লিজেন্ড দলের সদস্যরা। আফতাবের পরিবর্তে ভারত যাচ্ছেন নাজিমউদ্দিন।

আগামী ৫ মার্চ থেকে ভারতের রায়পুরে মাঠে গড়াবে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ।
উদ্বোধনী দিনে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ভারত লিজেন্ডসের মুখোমুখি হবে রফিক-পাইলটরা। টুর্নামেন্ট শেষ হবে ২১ মার্চ।

বাংলাদেশ লিজেন্ডস দল: খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ শরীফ, মুশফিকুর রহমান বাবু, এএনএম মামুন উর রশিদ, নাফিস ইকবাল, মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক, খালেদ মাসুদ পাইলট, হান্নান সরকার, জাভেদ ওমর বেলিম, রাজিন সালেহ, মেহরাব হোসেন, আলমগীর কবির ও নাজিম উদ্দিন।

বৈশাখী নিউজফাজা

Share Now

এই বিভাগের আরও খবর