হুজির ৩ জনের ৩ দিন করে রিমান্ড

আপডেট: March 5, 2021 |

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামির (হুজি) প্রধান সমন্বয়কসহ ৩ জনের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (৫ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ার মো. নোমান এই রিমান্ড মঞ্জুর করেন।
এদিন মামলার তদন্ত সংস্থা কাউন্টার টেরোরিজম ইউনিট তিন আসামিকে আদালতে হাজির করে যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় ১০ দিন করে প্রত‌্যেক আসামির রিমান্ড আবেদন করেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, হুজির প্রধান সমন্বয়ক ও অপারেশন শাখার প্রধান মো. মাইনুল ইসলাম, শেখ সোহান স্বাদ ওরফে বারা আব্দুল্লাহ ও মুরাদ হোসেন কবির।

এর আগে, বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে যাত্রাবাড়ীর সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। এসময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, ৫টি মোবাইল ফোন, একটি মাইক্রোফোন, একটি চাপাতি, দু’টি ছোরা, ১০টি ডেটোনেটর, ১৭০টি বিয়ারিং লোহার বল, একটি স্কচটেপ, ৫ লিটার এসিড, তিনটি আইডি কার্ড, একটি জিহাদি উগ্রবাদী বার্তাসংবলিত বই জব্দ করা হয়।

বৈশাখী নিউজফাজা

Share Now

এই বিভাগের আরও খবর