নিজের বাবাকে গোল উৎসর্গ করলেন ফুটবলার ইলাইশ মরিবা

আপডেট: March 7, 2021 |

বার্সেলোনার হয়ে ক্যারিয়ারের প্রথম গোলটি করলেন তরুণ ফুটবলার ইলাইশ মরিবা।

শনিবার রাতে মেসির নৈপূণ্যে দুই গোলের ব্যবধানে ওসাসুনাকে হারিয়েছে বার্সেলোনা।

মেসি নিজে গোল না পেলেও, গোল করিয়েছেন।  ম্যাচের ৩০ মিনিটের মাথায় মেসির ক্রস থেকে প্রথম গোলটি করেন স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার জর্দি আলবা।

৮৩তম মিনিটে মেসির পাস থেকে বল পেয়ে বাম পায়ের বুলেট গতির শটে প্রতিপক্ষের জাল কাঁপান ইলাইস মরিবা।  নিজের পঞ্চম ম্যাচে ক্যারিয়ারের প্রথম গোল পেলেন মরিবা।

নিজের করা প্রথম গোলটি ‘কোনো দিন ভুলতে পারবেন না’ বলে জানিয়েছেন মরিবা।

ম্যাচ শেষে শনিবার ওসাসুনার মাঠেই বার্সা টিভিকে মরিবা বলেন, গোলটা কবরে নিয়ে যেত চাই।  মেসি আমাকে দারুণ একটি পাস দিয়েছিল। জানি না, কীভাবে বাঁদিকে কাট করে শট নিয়েছি।  নিজের প্রথম গোল কখনো ভুলব না। কবরে নিয়ে যাব এটাকেভ’

কবরে নিয়ে যাওয়ার কথা বললেও গোলটি নিজের বাবাকে উৎসর্গ করেন ইলাইস মরিবা। এছাড়া মেসিসহ দলের জ্যেষ্ঠদেরও কৃতজ্ঞতা জানাতে ভুলেননি।

বললেন, ‘বড়রা আমাকে সাহায্য করেছে। পরামর্শ দিয়েছে। মেসি বলেছিল, যতটা পারি যেন জায়গায় থাকি। পজিশনে থেকে যেন শট নিতে পারি।’
তাই তাই করেছি। সাফল্য পেয়েছি। গোলটি আমি বাবাকে উৎসর্গ করতে চাই।’

শনিবার ওসাসুনাকে ২-০ গোলের ব্যবধানে হারানোর পর ২৬ ম্যাচে ১৭ জয় ও পাঁচ ড্রয়ে ৫৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে বার্সেলোনা। ২৪ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে চূড়ায় আতলেতিকো মাদ্রিদ। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ৫৩ পয়েন্ট নিয়ে তিনে।

তথ্যসূত্র: গোল ডট কম

বৈশাখী নিউজএপি

Share Now

এই বিভাগের আরও খবর