‘৬ বছরের মধ্যে তাইওয়ানে আগ্রাসন চালাবে চীন’

আপডেট: March 10, 2021 |

আগামী ৬ বছরের মধ্যে তাইওয়ানে আগ্রাসন চালাতে পারে চীন- এমন তথ্য দিয়েছেন এশিয়া-প্যাসিফিকে ওয়াশিংটনের শীর্ষ সামরিক কর্মকর্তা এডমিরাল ফিলিপ ডেভিডসন।

তিনি বলেছেন,“২০২৭ সালের মধ্যে চীন এই আগ্রাসন চালাবে।” খবর এএফপি’র।

মঙ্গলবার তিনি বলেছেন, এশিয়ায় আমেরিকার সামরিক শক্তি সরিয়ে দেওয়ার জন্য বেইজিং তৎপরতা বৃদ্ধি করেছে। এর মধ্য দিয়ে তারা তাদের ওই লক্ষ্য পূরণ করতে পারে। এমনিতেই তাইওয়ানের গণতান্ত্রিক ও স্বশাসিত দেশটি চীনের কর্তৃত্ববাদী আগ্রাসনের অব্যাহত হুমকিতে রয়েছে। চীনের কর্মকর্তারা তাইওয়ানকে তাদের মূল ভূখণ্ডের অংশ হিসেবে দেখে থাকে। চীন প্রত্যয় ঘোষণা করেছে একদিন ওই ভূখণ্ড তারা ফিরে পাবে।

এ বিষয়ে এডমিরাল ফিলিপ ডেভিডসন বলেছেন, ২০৫০ সালের মধ্যে আমেরিকা এবং আমাদের নেতৃত্বাধীন শক্তিকে আন্তর্জাতিক নির্দেশ থেকে সরিয়ে দিতে উচ্চাভিলাষী তৎরপরতা বৃদ্ধি করেছে চীন। এতে আমি উদ্বিগ্ন। ওই ২০৫০ সালের আগেই তাদের উচ্চাভিলাষী পরিকল্পনার একটি অংশ হতে পারে বলে পরিষ্কারভাবে মনে হচ্ছে। আমার মনে হয়, তারা তাইওয়ানে তাদের যে ম্যানিফেস্টো আছে তা এই দশকেই সম্পন্ন করবে। অর্থাৎ আগামী ৬ বছরের মধ্যে তারা এ কাজ করবে বলে ফিলিপ ডেভিডসন যুক্তরাষ্ট্রের সিনেট কমিটির কাছে বলেছেন।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর