ফরিদপুরে বিসিক শিল্প মেলা উদ্বোধন

আপডেট: March 14, 2021 |

ফরিদপুর প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে ফরিদপুরে এক মাসব্যাপী বিসিক শিল্প মেলার উদ্বোধন করা হয়।

লোকশিল্পের নানা আঙ্গিক প্রদর্শন ও পণ্য বিক্রয়ের লক্ষ্যে বিসিক শিল্প মেলার এ আয়োজন করা হয়।

আজ রবিবার ১৪ই মার্চ থেকে ফরিদপুর শহরের গোয়ালচামট মহিম ইনস্টিটিউশন মাঠে অনুষ্ঠিত হচ্ছে বিসিক শিল্প মেলা-২০২১।

মেলায় অংশ নিয়েছে দেশের নানা জেলা থেকে আগত চারু ও কারু পণ্যের শিল্প প্রতিষ্ঠানগুলো।

“সোনালী আশে ভরপুর, ভালোবাসি ফরিদপুর ” এই শ্লোগানে মেলা উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, বিসিক ফরিদপুরের উপ মহাব্যবস্থাপক মোঃ গোলাম হাফিজসহ প্রমুখ।

কোভিড -১৯ সংক্রমন প্রতিরোধে মেলায় স্বাস্থ্যবিধি মেনে সকলের প্রবেশ বাধ্যতামূলক করা হয়েছে।

এছাড়াও সব বয়সী মানুষের বিনোদনের ব্যবস্থা রয়েছে। এখানে রয়েছে নাগরদোলা, ঝর্ণা, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা চারু ও কারু পণ্যের ৮৫ টি দোকানে পণ্য সামগ্রী।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর