এবার অক্সফোর্ডের টিকা প্রয়োগ বন্ধ করলো আয়ারল্যান্ড

আপডেট: March 15, 2021 |

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার ভ্যাকসিন প্রয়োগ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করলো আয়ারল্যান্ড। রোববার দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্টিফেন ডোনেলি এক টুইটবার্তায় বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই টিকাদান কর্মসূচি সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে। কারণ গেলো শনিবার নরওয়েতে টিকাগ্রহণকারী ৪ প্রাপ্তবয়স্কের মধ্যে দেখা দিয়েছে পার্শ্ব প্রতিক্রিয়া।

ভ্যাকসিন প্রয়োগের পরই তাদের শরীরের বিভিন্ন স্থানে রক্তে অস্বাভাবিকতা ধরা পরে। তিন স্বাস্থ্যকর্মীকে রক্তক্ষয়, রক্তজমাট বাধা এবং প্লাটিলেট স্বল্পতার কারণে ভর্তি করা হয় হাসপাতালে। তবে ভ্যাকসিন প্রয়োগের সাথে রক্তের পার্শ্বপ্রতিক্রিয়ার কোনও সরাসরি সংযোগ নেই- এমনটা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউরোপীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর