ডি ব্রুইনে-গিনদোয়ানের গোলে শেষ আটে ম্যানসিটি

আপডেট: March 17, 2021 |

প্রথম লেগের জয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে এক পা দিয়েই রেখেছিল ম্যানচেস্টার সিটি। ফিরতি পর্বেও বরুশিয়া মনশেনগ্লাডবাখকে হারিয়ে দিয়েছে পেপ গার্দিওলার দল।

বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় মঙ্গলবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে ২-০ গোলে জিতেছে সিটি। দুই লেগ মিলে ৪-০ গোলের অগ্রগামিতায় শেষ আটে জায়গা করে নিয়েছে তারা।

জয়ের ম্যাচে দলের পক্ষে গোল করেছেন কেভিন ডি ব্রুইনে ও ইলকাই গিনদোয়ান। ম্যাচটি হওয়ার কথা ছিল ম্যানসিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে। কিন্তু করোনার কারণে ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় ম্যাচটি বুদাপেস্টে সরিয়ে নেওয়া হয়। দুই দলের প্রথম লেগের লড়াইও এই মাঠেই হয়েছিল।

এদিন ম্যাচের শুরুতেই নিয়ন্ত্রণ পেয়ে যায় ম্যানসিটি। ১২ মিনিটে ডি ব্রুইনের এগিয়ে যায় সিটি। রিয়াদ মাহরেজের পাসে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে দলকে এগিয়ে নেন ডি ব্রুইনে।

এর পর ১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গিনদোয়ান। মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে ফোডেন পাস দেন ডি-বক্সের সামনে। ভেতরে ঢুকে ডান পায়ের নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন গিনদোয়ান। ফলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর