ফরিদপুরের আইকন প্লাসে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন

আপডেট: March 17, 2021 |
খাদিজাতুল কোবরা, ফরিদপুর প্রতিনিধি:
আজ ১৭ই মার্চ, বাঙালির জাতির পিতা ও বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন। এই দিনটি সারা দেশে বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়। সরকারী, বেসরকারি, অফিস, আদালত, শিক্ষা-প্রতিষ্ঠান সহ সমাজের সকল স্তরের মানুষ জাতির পিতাকে শ্রদ্ধাভরে স্মরণ করে। এরই প্রেক্ষিতে, দেশের জনপ্রিয় কোচিং সেন্টার আইকন প্লাস এর ফরিদপুর শাখায় এক জমকালো আয়োজনে পালন করা হয় জাতির পিতার জন্মদিন। মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। এ সময় এর শিক্ষকরা বঙ্গবন্ধুর আদর্শকে তুলে ধরেন শিক্ষাথীদের মাঝে। তারা বঙ্গবন্ধুর বীরত্ব, দেশের প্রতি মমত্ববোধ, দেশপ্রেম সম্পর্কে বক্তব্য দেন। বক্তারা বলেন, ” বঙ্গবন্ধু ছিলেন এক মহত ব্যক্তিত্বের অধিকারী। তিনি মানব কল্যানে যে সুকীর্তির সাক্ষ্যর রেখে গেছেন, তাতে তিনি চিরকাল মানুষের হৃদয়ে অমর হয়ে আছেন। মানুষ তার সুকীর্তির কথা শ্রদ্ধাভরে স্মরণ করে মাথা নোয়ায়।” এরপর শিক্ষাথীদের মধ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সবশেষে জাতির পিতার স্মরণে  কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়। সর্বকালের সর্বশ্রেষঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ই মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্ম গ্রগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতি ও দেশব্রতে যুক্ত হন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রি লাভ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে অধ্যয়ন করেন।তার নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়। ১৯৭১ সালের ৭ই মার্চ তার ঐতিহাসিক ভাষন অত্যাধিক গুরুত্বপূর্ণ। সেই কিংবদন্তি নেতা ১৯৭৫ সালের ১৫ই আগস্ট  ষড়যন্ত্রে সামরিক বাহিনীর কতিপয় কুচক্রী, ক্ষমতালোভী সদস্যের হাতে সপরিবারে হত্যার শিকার হন।
Share Now

এই বিভাগের আরও খবর