ইসরায়েলি ড্রোন ভূপাতিত করলো গাজা

সময়: 7:07 pm - March 18, 2021 | | পঠিত হয়েছে: 3 বার

ফিলিস্তিনের গাজার উত্তরে ইহুদিবাদী ইসরায়েলের একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। ফিলিস্তিনি সংবাদ মাধ্যম ‘ফিলিস্তিন আল ইয়াউম’ জানিয়েছে, ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীরা বুধবার রাতে ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

গাজার আকাশসীমায় প্রবেশের পর এটিকে ধ্বংস করা হয়। এর আগেও ফিলিস্তিনি সংগ্রামীরা ইহুদিবাদী ইসরায়েলের ড্রোন ভূপাতিত করেছে। গত ফেব্রুয়ারিতে ১৫ দিনে চারটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করে ফিলিস্তিনি সংগ্রামীরা।

ইসরায়েলি বাহিনী গাজায় গোয়েন্দা তৎপরতা চালাতে ড্রোন ব্যবহার করে থাকে। এছাড়া মাঝে মধ্যেই গাজায় জঙ্গি বিমান, হেলিকপ্টার ও কামানের সাহায্যে হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

২০১৭ সাল থেকে ইসরায়েল গাজায় বিমান হামলা বাড়িয়ে দিয়েছে। এর ফলে এ পর্যন্ত বহু নিরীহ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এছাড়া গাজার উপর রয়েছে সর্বাত্মক অবরোধ। এ কারণে গাজাকে বিশ্বের সবচেয়ে বড় কারাগার হিসেবেও অভিহিত করা হয়।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর