ফ্রান্সে করোনার ‘তৃতীয় ঢেউ’য়ের শঙ্কায় প্যারিসে লকডাউন

আপডেট: March 19, 2021 |

ফ্রান্সে করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ের শঙ্কায় প্রায় এক মাসব্যাপী লকডাউনে যেতে চলেছে রাজধানী প্যারিস শহর। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, সে দেশের অন্তত ১৫টি বিভাগে আজ শুক্রবার মধ্যরাত থেকে একই ধরনের নীতিমালা কার্যকর হবে।

তবে সে দেশের প্রধানমন্ত্রী জঁ কাস্টেক্স বলেছেন, এই নীতিমালা অবশ্য আগের মতো কঠোর হবে না। মানুষজন দরকারে বাইরে বের হতে পারবে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩৫ হাজারের বেশি মানুষ। প্রধানমন্ত্রী বলেছেন, সংক্রমণ যে হারে বাড়ছে, তাতে করে করোনার তৃতীয় তরঙ্গ আসন্ন বলে মনে হচ্ছে।

দেশের মধ্যে প্যারিসের অবস্থা সবচেয়ে ভয়াবহ। সেখানে এক হাজার দুই শতাধিক মানুষ নিবিড় পরিচর্যাকেন্দ্রে ভর্তি আছেন। গত বছরের নভেম্বরে করোনার দ্বিতীয় তরঙ্গ চলার সময়ও সেখানে এতো রোগী নিবিড় পরিচর্যাকেন্দ্রে ছিল না।

জানা গেছে, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৪১ লাখ ৮১ হাজার ছয়শ সাতজন এবং মারা গেছে ৯১ হাজার ছয়শ ৭৯ জন। সে দেশে বর্তমানে করোনায় আক্রান্ত অবস্থায় রয়েছে ৩৮ লাখ ১১ হাজার ছয়শ ৬৫ জন।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর