হোটেলে বয়ের কাজ করা নির্মাতা অরণ্য পলাশের গন্তব্য সিনেমা মুক্তি পেয়েছে

আপডেট: March 20, 2021 |

পাঠকের নিশ্চয়ই মনে আছে, নির্মাতা অরণ্য পলাশের কথা। যিনি অর্থের কারণে সিনেমা নির্মাণ করেও মুক্তি দিতে পারছিলেন না। জীবিকার প্রয়োজনে এক সময় হোটেলে বয়ের কাজ নিয়েছিলেন। সেসময় তাকে নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছিল। অবশেষে পলাশের স্বপ্নপূরণ হয়েছে। দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার সিনেমা- ‘গন্তব্য’।

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ থেকে অনুপ্রাণিত হয়ে ‘গন্তব্য’ নির্মাণ করেন পরিচালক। বিষয়টি জানতে পেরে সহযোগিতার হাত বাড়ান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। এগিয়ে আসেন প্রযোজক আনোয়ার আজাদ। তাদের সহযোগিতায় গত ১৯ মার্চ ‘গন্তব্য’ মুক্তি পেয়েছে। রাজধানীর স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, ঈশ্বরদীর রাজু, নাগরপুরের রাজিয়া, শান্তাহরের পূর্বাশা সিনেমা হলসহ দেশের কয়েকটি প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি।

সুইট চিলি ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির মালিকানা স্বত্ব কিনে নিয়েছে কানাডা ও বাংলাদেশভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠান ‘আনোয়ার আজাদ ফিল্মস’। প্রযোজক আনোয়ার আজাদ জানান, ২৬ মার্চ দেশের কয়েকটি টেলিভিশনে সিনেমাটি প্রচারের পরিকল্পনা আছে। তারপর সাব টাইটেল যুক্ত করে ফেস্টিভ্যাল এবং ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে।

‘গন্তব্য’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস, আইরিন, আমান রেজা, এলিনা শাম্মী, জয়ন্ত চট্টোপাধ্যায়সহ অনেকে। সিনেমার জন্য শিল্পীরা নামমাত্র পারিশ্রমিক নিয়েছেন। অনেকে বিনা পারিশ্রমিকে সিনেমায় কাজ করেছেন বলেও জানা গেছে।

বৈশাখী নিউজবিসি

Share Now

এই বিভাগের আরও খবর