উত্তর কোরিয়ার কূটনৈতিকরা মালয়েশিয়া ছাড়ছেন

সময়: 11:49 am - March 22, 2021 | | পঠিত হয়েছে: 4 বার

মালয়েশিয়ার আল্টিমেটামের পর অবশেষে দেশ ছাড়ছেন উত্তর কোরিয়ার সব কূটনৈতিক। দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার পরে দূতাবাসের কর্মী ও পরিবার মালয়েশিয়া ছাড়তে শুরু করেছেন।

রবিবার কুয়ালালাপুরের উত্তর কোরিয়া দূতাবাস থেকে কয়েকটি বাস বের হতে দেখা যায়।

ধারণা করা হচ্ছে রাষ্ট্রদূতসহ দূতাবাসের কর্মকর্তা, কর্মচারীরা ওই বাসের ভেতরে ছিলেন। এর আগে শুক্রবার ৪৮ ঘণ্টার ভেতর উত্তর কোরিয়ার সব কূটনীতিককে দেশ ছাড়তে বলে মালয়েশিয়া কর্তৃপক্ষ।

শুক্রবার মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, অর্থপাচারের দায়ে উত্তর কোরিয়ার নাগরিক মুন চল মিয়ংকে মালয়েশিয়ার আদালতের নির্দেশে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়ায় এ বিরোধ সৃষ্টি হয়।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর