আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের আহ্বান বাইডেনের

আপডেট: March 24, 2021 |

আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার (১৪ মার্চ) তিনি এ আহ্বান জানান।

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে একটি গ্রোসারি মার্কেটে নির্বিচারে গুলিবর্ষণের ঘটনায় ১০ জন প্রাণ হারানোর ঘটনার পরপর দেশটির প্রেসিডেন্ট এমন মন্তব্য করলেন।

আমরা অ্যাসল্ট আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করতে পারি এমন মন্তব্য করে বাইডেন বলেন, ‘ভবিষ্যতে জীবন বাঁচাবে এমন সাধারণ জ্ঞানের পদেক্ষেপ নিতে, আরও এক ঘণ্টা যেতে, এক মিনিট অপেক্ষা করার দরকার নেই আমার আর।’

হোয়াইট হাউসে তিনি বলেন, এটি একটি মার্কিন ইস্যু যা আমেরিকানদের জীবন বাঁচাতে পারে। আমাদের অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত।

তিনি আরও বলেন, দেশে অ্যাসল্ট আগ্নেয়াস্ত্র এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন ম্যাগাজিনের ওপর নিষেধাজ্ঞা জারি করতে পারি আমরা।

প্রতিবছর আমেরিকায় গড়ে ১০ হাজারের বেশি মানুষ গুলিবিদ্ধ হয়ে মারা যান। তাদের কেউ আত্মহত্যা করেন, কেউ অন্যের ছোড়া গুলিতে নিহত হন।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর