যুক্তরাজ্যের ওপর চীনের নিষেধাজ্ঞা

আপডেট: March 26, 2021 |

উইঘুর মুসলিমদের নিয়ে চীনের বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে যুক্তরাজ্যের চারটি প্রতিষ্ঠান ও ৯ জন ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আজ শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি এই তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়েছে, দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য জিনজিয়াংয়ের উইঘুর ও অন্য মুসলিমদের নিয়ে যুক্তরাজ্যের কয়েকটি প্রতিষ্ঠান ও বেশ কয়েকজন আইন প্রণেতা তথাকথিত মানবাধিকারের ধোয়া তুলে ভুয়া তথ্য ছড়াচ্ছে। এর প্রেক্ষিতে সরকার তাদের চীনের প্রবেশ ও দেশটির সঙ্গে ব্যবসায়ী লেনদেন নিষিদ্ধ করেছে।

বিবৃতি আরও বলা হয়েছে, ‘ চীন জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং উন্নয়ন স্বার্থ রক্ষায় কঠোরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তাই যুক্তরাজ্যকে ভুল পথে এগিয়ে যাওয়ার বিষয়ে সতর্ক করছে। অন্যথায় যথাযথ প্রতিক্রিয়া দেখাতে বাধ্য হবে চীন।’উল্লেখ্য, যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলো দীর্ঘ দিন ধরে অভিযোগ করছে জিনজিয়াংয়ে উইঘুর মুসলিমদের ওপর নির্যাতন চালাচ্ছে চীন। তবে, এই অভিযোগ অস্বীকার করে চীনের দাবি উগ্রবাদ মোকাবিলায় সেখানে ভোকেশনাল ট্রেনিং সেন্টার পরিচালনা করা হচ্ছে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর