এবার শবে বরাতের নামাজ ৩৬০ আউলিয়ার দেশেই পড়ব

আপডেট: March 27, 2021 |
print news

সিলেট ‘৩৬০ আউলিয়ার দেশ’ হিসেবে পরিচিত। সেই পুণ্যভূমিতে শবে বরাতের নামাজ পড়বেন শাকিব খান। বিষয়টি নিশ্চিত করেছেন দেশসেরা এই নায়ক।

শাকিব খান বর্তমানে সিলেটে ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিং করছেন। গত ৬ মার্চ রত্নদ্বীপ রিসোর্টে শুরু হয়েছে সিনেমার দৃশ্যধারণের কাজ। শুটিং শেষে আগামী ৩১ মার্চ ঢাকা ফিরবেন নন্দিত এই অভিনেতা।

শাকিব খান বলেন, ‘একটানা শুটিং করতে হচ্ছে। এর মধ্যেই শবে বরাতের রাত চলে আসবে। আমি চাচ্ছি এবার শবে বরাতের নামাজ ৩৬০ আউলিয়ার দেশেই পড়ব।’
সোহানী হোসেনের গল্প অবলম্বনে তৈরি হয়েছে ‘অন্তরাত্মা’র চিত্রনাট্য। ওয়াজেদ আলী সুমন পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন ওপার বাংলার অভিনেত্রী দর্শনা। ঈদ উপলক্ষে সিনেমাটি নির্মিত হচ্ছে।

এদিকে শাকিব খানের হাতে রয়েছে একাধিক সিনেমা। ঢাকায় ফিরে তিনি তপু খান পরিচালিত ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন বলে জানা যায়।

বৈশাখী নিউজবিসি

Share Now

এই বিভাগের আরও খবর