জান্তা সরকারের বিমান হামলা: থাইল্যান্ড পালালেন ৩ হাজার গ্রামবাসী

আপডেট: March 29, 2021 |

মিয়ানমারের কারেন বিদ্রোহীদের নিয়ন্ত্রিত গ্রামে বিমান হামলা চালিয়েছে সামরিক জান্তা। হামলার মুখে জীবন বাঁচাতে প্রায় তিন হাজার মানুষ দেশ ছেড়ে থাইল্যান্ডে আশ্রয় নিয়েছে।

রবিবার এই বিমান হামলার ঘটনা ঘটে বলে থাই গণমাধ্যমের বরাতে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রকাশিত প্রতিবেদনে কারেন ন্যাশনাল ইউনিয়নের বরাতে বলা হয়েছে, প্রথমে কারেন বিদ্রোহীরা সেনাবাহিনীর একটি চৌকিতে হামলা চালায়। এতে সেনাবাহিনীর ১০ জন সদস্য নিহত হন। এর প্রতিশোধ হিসেবে রবিবার সেনাবাহিনী বিমান হামলা চালিয়েছে।

‘কারেন ওমেন্স অর্গানাইজেশন’ জানিয়েছে, রবিবার সেনাবাহিনী অন্তত মিয়ানমারের পূর্বাঞ্চলে মুতরা জেলায় কারেনদের নিয়ন্ত্রণে থাকা অন্তত পাঁচটি এলাকায় বিমান হামলা চালিয়েছে। বিমান হামলার সময় গ্রামবাসী জঙ্গল ও পাহাড়ের ঢালে লুকিয়ে প্রাণ বাঁচান।

এ ঘটনার পরে তিন হাজারের মতো মানুষ সীমান্ত পেরিয়ে থাইল্যান্ডে আশ্রয় নিয়েছেন। থাইল্যান্ডের গণমাধ্যম পিবিএসও বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র: রয়টার্স/আল-জাজিরা

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর