নেপালে শিরোপা স্বপ্নভঙ্গ বাংলাদেশের

সময়: 8:10 pm - March 29, 2021 | | পঠিত হয়েছে: 6 বার

নেপালে তিনজাতি টুর্নামেন্টের ফাইনালে ২-১ ব্যবধানে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ বাংলাদেশ।

হোম ভেন্যু দশরথ স্টেডিয়ামে শুরু থেকেই অ্যাটাকিং ফুটবলে মেতে ওঠে স্বাগতিক নেপাল। মাঝমাঠের দখল নিজেদের কাছে রেখে দুই উইং ব্যবহার করেছে দারুণভাবে। ফল পেতেও দেরি হয়নি।

১৭ মিনিটেই এগিয়ে যেতে পারতো স্বাগতিকরা। অনন্ত তামাংয়ের হেড দারুণ দক্ষতায় ফিরিয়েছেন জিকো। পরের মিনিটেই কর্ণার থেকে নেপালের বাজিমাত।

সেটপিসটা ঠিকঠাক ক্লিয়ার করতে পারেনি বাংলাদেশ। সুযোগ বুঝে দলকে এগিয়ে নেন সংযোগ রাই। গোল খেয়ে আরও এলোমেলো বাংলাদেশ। গোল পরিশোধের নেশায় আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ। সেটাই যেন হয়ে কাল দাঁড়ায় বাংলাদেশের জন্য। ডিফেন্সের ফাঁক গলে বিশাল রায়ের গোলে লিড ডাবল করে নেপাল।

তবে, ম্যাচের ৮২ মিনিটে মাশুক মিয়া জনি গোল করে ম্যাচে ফেরার আভাস দেন। কাজ হয়নি তাতেও। ২-১ ব্যবধানে হেরে শিরোপা স্বপ্নভঙ্গ বাংলাদেশের।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর