৮ ঘণ্টা মোবাইল সেবা ব্যাহত হতে পারে: বিটিআরসি

আপডেট: March 29, 2021 |

নতুন তরঙ্গে সেবা নিশ্চিত করতে আগামী ১লা ও ৮ই এপ্রিল রাতে ৮ ঘন্টা করে মোবাইল সেবায় ব্যাঘাত ঘটতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি। সোমবার (২৯ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিআরসি এ জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৮ই মার্চের নিলামে মোবাইল অপারেটর গ্রামীণফোন, রবি আজিয়াটা এবং বাংলালিংককে নতুন তরঙ্গ বরাদ্দ দেয়া হয়। বরাদ্দ পাওয়া তরঙ্গে সেবা দিতে অপারেটরগুলো তাদের তরঙ্গ পরিবর্তন করবে।

প্রথম ধাপে ১৮০০ মেগাহার্টজের তরঙ্গ বিন্যাসের কারণে আগামী ১লা এপ্রিল রাত ১১টা থেকে ২রা এপ্রিল সকাল ৭টা পর্যন্ত ৮ ঘন্টা মোবাইল ফোনের সেবা ব্যাহত হতে পারে। পরে দ্বিতীয় ধাপে ২১০০ মেগাহার্টজ তরঙ্গের নতুন বিন্যাসের জন্য ৭ই এপ্রিল রাত ১১টা থেকে ৮ই এপ্রিল সকাল ৭টা পর্যন্ত মোবাইল সেবা ব্যাহত হতে পারে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর