করোনা সচেতনতায় মৌলভীবাজার জেলা প্রশাসনের মতবিনিময় সভা

সময়: 12:05 am - April 2, 2021 | | পঠিত হয়েছে: 6 বার

আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে  জেলা প্রশাসক মৌলভীবাজার এর সম্মেলন কক্ষে করোনা ভাইরাস সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে সরকারি সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের লক্ষ্যে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত।

মৌলভীবাজার জেলা প্রশাসন কর্তৃক গৃহীত পদক্ষেপ সমূহ বিস্তারিতভাবে জনগনকে জানানোর জন্য এ সময় দিকনির্দেশনা মূলক ইস্তেহার তুলে ধরা হয়।

১. হাট-বাজার সহ সকল ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যা ৭:০০ ঘটিকায় পর বন্ধ রাখা।

২. পর্যটন কেন্দ্র লাউয়াছড়া জাতীয় উদ্যান ও মাধবকুণ্ড জলপ্রপাত এ জনসমাগম বন্ধ করা।

৩. সকল ধরনের সামাজিক,রাজনৈতিক,ধর্মীয় অন্যান্য অনুষ্ঠান উপলক্ষে জনসমাগম নিষিদ্ধ।

৪. হোটেল রিসোর্ট সমূহ ধারণক্ষমতার ৫০ ভাগের অধিক পরিমাণ জনসমাগম বাড়তি না করা।

৫. করোনা ভাইরাস প্রতিরোধে বধ্যভূমি-৭১ পর্যটন কেন্দ্রের জনসমাগম সীমিতকরণ।

মৌলভীবাজার জেলা প্রসাশক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব তানিয়া সুলতানা, ডা.চৌধুরী জালাল উদ্দিন মোরশেদ, সিভিল সার্জন মৌলভীবাজার, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো: ফজলুর রহমানসহ মৌলভীবাজার জেলার সকল গণমাধ্যম কর্মী বৃন্দ।

Share Now

এই বিভাগের আরও খবর