মৌলভীবাজারে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

আপডেট: April 1, 2021 |

তিমির বনিক, মৌলভীবাজার করেসপন্ডেন্ট:মৌলভীবাজার জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা অভিযান পরিচালনায় নয়টি মামলায় মোট ৩ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়। করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহারের জনগণকে উদ্বুদ্ধ করা ও সরকারি বিধিনিষেধ না মানায় মৌলভীবাজার সদর এর চৌমুহনা এলাকায় করোনা সংক্রামন বৃদ্ধিকল্পে (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ তে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রীর ১৮ দফা সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের লক্ষ্যে অভিযানে আওতায় একটি কোচিং সেন্টার বন্ধ করে দেয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম এবং আসমা উল হুসনা।মৌলভীবাজার জেলা করোনা ভাইরাসের সংক্রমণের মাত্রা বৃদ্ধিতে প্রতিরোধের জন্য মাস্ক পরিধানে এবং জনসচেতনা বৃদ্ধিতে মৌলভীবাজার জেলা সহ উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা চলমান থাকবে বলে নিশ্চিত করেন।

Share Now

এই বিভাগের আরও খবর