স্বামী করোনা আক্রান্ত, প্রিয়াঙ্কা গান্ধীর নির্বাচনী প্রচার বাতিল

আপডেট: April 3, 2021 |

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী ব্যবসায়ী রবার্ট ভদ্রা করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এরপর স্বামী-স্ত্রী দুজনই দিল্লিতে নিজেদের বাড়িতে আইসোলেশনে চলে গেছেন।

শুক্রবার (২ এপ্রিল) টুইটারে ভিডিও বার্তায় এ সিদ্ধান্তের কথাও জানিয়েছেন প্রিয়াঙ্কা নিজেই।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রবার্ট নিজেই তার ফেসবুক অ্যাকাউন্টে করোনাভাইরাস পজিটিভ হওয়ার খবর দিয়েছেন। তবে, তার শরীরে রোগের কোনো উপসর্গ নেই।

প্রিয়াঙ্কা টুইটারে নিজের পোস্টে লিখেছেন, আমি নিজেও করোনা টেস্ট করিয়েছিলাম। তবে রিপোর্ট নেগেটিভ এসেছে। এরপরও চিকিৎসকরা আমাকে বাইরের সব ধরনের মেলামেশা থেকে দূরে থাকতে পরামর্শ দিয়েছেন।

জানা যায়, শুক্রবার আসাম, শনিবার তামিলনাড়ু ও রোববার কেরালায় নিজের নির্ধারিত নির্বাচনী প্রচারণা সভা বাতিল করে প্রিয়াঙ্কা সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন।

আসামে দুই দফা প্রচার করে এলেও শুক্রবার তৃতীয় তথা শেষ দফার ভোটে প্রচারের জন্য যাওয়ার কথা ছিল তার। আগামী ৬ এপ্রিল ওই রাজ্যে শেষ দফার ভোটের সঙ্গেই দক্ষিণ ভারতের দুই রাজ্যে এক দফায় ভোটপর্ব শেষ হবে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর