মিয়ানমারে জোরালো ধর্মঘটে যাচ্ছে বিক্ষোভকারীরা

আপডেট: April 3, 2021 |

মিয়ানমারের ক্ষমতা দখলকারী সামরিক জান্তার বিরুদ্ধে জোরালো ধর্মঘট চালু রাখতে দেশের সাধারণ মানুষদের আহ্বান জানিয়েছেন দেশটির গণতন্ত্রকামী বিক্ষোভকারীরা।

শুক্রবার (২ এপ্রিল) থেকে ইন্টারনেট বন্ধে নতুন বিধিনিষেধের মধ্যেই ক্ষমতা দখলকারী জেনারেলদের অপসারণ এবং সামরিক বাহিনীর রক্তাক্ত ক্র্যাকডাউনের বিরুদ্ধে সংগঠিত থাকতে নতুন নতুন উপায় বের করছে বিক্ষোভকারীরা।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নতুন বিধিনিষেধ আরোপের পর মিয়ানমারে শুধুমাত্র কয়েকটি নির্দিষ্ট সার্ভিস লাইনে ইন্টারনেট চালু রয়েছে।

অভ্যুত্থান বিরোধী বিভিন্ন গোষ্ঠী এখন নিজেদের মধ্যে রেডিও ফ্রিকোয়েন্সি ও মোবাইল বার্তার মাধ্যমে সামরিক জান্তার দেওয়া এই ইন্টারনেট ব্ল্যাকআউট পাশ কাটানোর চেষ্টা করছে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর