সুয়েজ খালের প্রস্থ বাড়ানোর পরিকল্পনা

আপডেট: April 7, 2021 |

সুয়েজ খালের প্রস্থ আরও বাড়ানোর পরিকল্পনা করছে সুয়েজ খাল কর্তৃপক্ষ।

মঙ্গলবার কর্তৃপক্ষের চেয়ারম্যান ওসামা রাবি জানান, দক্ষিণের যে পাশে এভার গিভেন জাহাজটি আটকে পড়েছিল সেখানকার প্রস্থ বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

চেয়ারম্যান জানান, নতুন ক্রেনেরও ব্যবস্থা করা হচ্ছে, যেটি ৮২০ ফুট উচ্চতায় কাজ করতে পারে। এ ছাড়া আরও দুই থেকে তিনটি টাগবোট আনারও চিন্তা করা হচ্ছে।

তিনি জানান, নীরবে এ বিষয়ে কাজ করা হচ্ছে। গত ২৩ মার্চ প্রচণ্ড ঝড়ে এভার গিভেন জাহাজটি আটকে যায়। এর ফলে শত শত জাহাজের জট সৃষ্টি হয় যাতে বৈশ্বিক বাণিজ্যে ব্যাপক ক্ষতি হয়। জাহাজ আটকে যাওয়ার তদন্ত চলছে।

চেয়ারম্যান জানান, এরই মধ্যে জাহাজের রেকর্ডার থেকে তথ্য সরিয়ে আনা হয়েছে এবং তা তদন্ত কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি জানান, আরও দুই থেকে তিন দিন সময় নেওয়া হবে রিপোর্ট দেওয়ার জন্য। এর চেয়ে বেশি নেওয়া হবে না। খবর রয়টার্স

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর