‘করোনা চিকিৎসায় ৭শ’ থেকে ৮শ’ শয্যা বৃদ্ধি করা হবে’

আপডেট: April 8, 2021 |

করোনা চিকিৎসায় রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে ৭শ’ থেকে ৮শ’ শয্যা বৃদ্ধির কাজ শুরু হয়েছে, শিগগিরই তা বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া।

আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে অনানুষ্ঠানিক এক ব্রিফিং এ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে স্বাস্থ্য সচিব বলেন, এক প্রায় ২৫০ টি আইসিইউ বেডসহ এক হাজার ২৫০ বেডের হাসপাতালে যে হাসপাতালের কথা বলা হচ্ছে সেটা অচিরেই উদ্বোধন করা হবে।

এদিকে মহামারি করোনাভাইরাসে দেশে আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্যমতে মারা গেছেন ৭৪ জন এবং শনাক্ত হয়েছেন ৬ হাজার ৮৫৪ জন। করোনায় এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৫২১ জনে এবং দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৬৬ হাজার ১৩২ জনে। গত ২৪ ঘন্টায় ৩৩ হাজার ৩২৮ জনের পরীক্ষা করা হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২০ দশমিক ৬৫ শতাংশ।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর